সিইসির সঙ্গে ইইউ পর্যবেক্ষক মিশন প্রধানের বৈঠক

প্রকাশ :

সংশোধিত :

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনি পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইইয়াবস।

আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২০০ জন পর্যবেক্ষক থাকবে বলে জানান মিশন প্রধান।

সিইসির সঙ্গে বৈঠক শেষে ইভার্স ইইয়াবস বলেন, নির্বাচন প্রক্রিয়া ও চ্যালেঞ্জের বিষয়গুলো প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে তিনি জেনেছেন।

সংসদ নির্বাচনের দিনে গণভোট আয়োজনের চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন কমিশন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ‘যথাযথ পদক্ষেপ’ নিচ্ছে।

মিশন প্রধানের নেতৃত্বে ইইউ টিম নানা অংশীজনের সঙ্গে বৈঠক করবে। রোববার এ নিয়ে তাদের ব্রিফিং করারও কথা রয়েছে।

ইভার্স ইইয়াবস বলেন, “আমরা মাত্র মিশন শুরু করেছি। আমাদের একটি টিম আছে, যারা পুরো প্রক্রিয়ার শেষ পর্যন্ত কাজ করবে এবং সব বিস্তারিত তুলে ধরে একটি চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হব।”

সিইসি কী জানিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিশন প্রধান বলেন, “আমাদের পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছেন এবং বিভিন্ন চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন। উদাহরণ হিসেবে বলা যায়, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন করা একটি বড় চ্যালেঞ্জ। তবে আমি আশা করি, নির্বাচন কমিশন বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করবে।”

বৈঠকে ডেপুটি চিফ অফ অবজারভার ইনতা লেসি, লিগ্যাল এনালিস্ট আইরিনি-মারিয়া গৌরানী ও ইলেকশন এনালিস্ট ভাসিল ভাসঙ্ক উপস্থিত ছিলেন। 

সর্বশেষ খবর